নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁও পৌরসভার রয়েল রিসোর্টে স্বেচ্ছাসেবীদের সম্মেলনে স্বেচ্ছাসেবীদের মিলন মেলায় সনদ বিতরণ উপলক্ষে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে স্বেচ্ছাসেবীদের মনোবল বৃদ্ধি, সাংগঠনিক অবকাঠামো উন্নয়ন, ফায়ার সার্ভিস এর মৌলিক প্রশিক্ষণের আইডি কার্ড ও সার্টিফিকেট বিতরণ উপলক্ষে স্বেচ্ছাসেবী সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় সোনারগাঁও ফায়ার সার্ভিস স্টেশন থেকে ৮০ জন ছেলেদের মেয়েদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে সনদ প্রদান করা হয়েছে এই অনুষ্ঠানে।
বক্তারা এ সময় বলেন, দেশ গড়ার লক্ষে ফায়ার সার্ভিস স্টেশন এর প্রশিক্ষণ নিয়ে পাশাপাশি জনগণের সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারলে, জাতি তথা দেশের উন্নতি লাভ করতে করতে সক্ষম হবে।
এ সময় পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন এর সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক লেখক ও গবেষক ডঃ মোঃ সেলিম রেজা, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জোন-২ এর উপ- সহকারী পরিচালক আব্দুল মান্নান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, দৈনিক কালের কন্ঠ পত্রিকার আঞ্চলিক প্রতিনিধি মোহাম্মদ মনিরুজ্জামান মনির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাঁচপুর মডার্ন ফায়ার স্টেশনের মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সোনারগাঁ ফায়ার সার্ভিস স্টেশন এর অফিসার মোঃ সুজন হালদার, কেয়ারগিভারসের হেলথকেয়ার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান প্রধান, ট্রান্স ক্রাফট লিমিটেডের এজিএম এ এস এম সাইফুল্লাহ, এটিএন নিউজের নরসিংদী প্রতিনিধি বেনজির আহমেদ, সময় টিভির অর্থ সম্পাদক শওকত আলী সৈকত, চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার আকতার হাবিব, সেন্টার রিভার বাংলাদেশ সোসাইটি কোঅর্ডিনেটর এডুকেশন গ্রুপ অফ চেয়ারম্যান মোহাম্মদ আনিসুর রহমান, মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া, বৈদ্যের বাজার ইউনিয়ন ৩ নং ওয়ার্ড সদস্য দেলোয়ার হোসেন বাবু, নাগরিক সমাজ সদস্য সচিব কবি খন্দকার পনির হোসেন সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় অনুষ্ঠানের শেষ মুহূর্তে বাংলার খ্যাত মিস্টার বিন রাশেদ শিকদারের মিউজিক প্রদর্শন করা হয়েছে।