নিজস্ব প্রতিবেদক।
বিগত সময়ে নারায়ণগঞ্জ শহরের নানা অপকর্মের হোতা প্রতারণা, হত্যা, চাঁদাবাজি, মারামারিসহ ৯ টি মামলার আসামি ও যুবলীগের সদস্য এবং ওসমান পরিবারের নাম ব্যবহারকারী ফারুক হোসেন রিপনকে গ্রেপ্তার করেছে ফতুল্লা থানা পুলিশ।
মঙ্গলবার ১২ নভেম্বর বিকালে শহরের মন্ডলপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত কুখ্যাত অপরাধী ফারুক হোসেন রিপন সৈয়দপুর এলাকার চোরাকারবারি ও মাদক ব্যবসায়ী আব্দুর রহমানের পুত্র।
নগরীর অনেকেই বলেন, ফারুক হোসেন রিপন নিজেকে কখনো সাংবাদিক কখনো ছিল মেয়রের লোক আবার কখনো অয়ন ওসমানের অস্ত্রধারী ক্যাডার সেই রিকশা চালক পুত্র কাউসারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিয়ে শহীদনগর,
আওয়ামী লীগের শাসনামলে ১৫ বছর চাঁদাবাজি ও জমি দখল করলেও তাকে ভয়ে কিছু বলতে পারত না।