নিজস্ব প্রতিবেদক
সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়ন যুবদলের উদ্যোগে সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে দিকনির্দেশনা মূলক কর্মীসভার আয়োজন করেন বারদী বাজার খেলার মাঠে।
বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলীর সভাপতিত্বে বারদী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডাক্তার সানোয়ারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খায়রুল ইসলাম সজীব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, সোনারগাঁও উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফ ভূইয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের নেতা রাকিব হাসান, সোনারগাঁও পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাহের মিয়া, সোনারগাঁও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক কাউসার, সোনারগাঁও উপজেলা যুবদল নেতা করিম রহমান, সোহেল, ইমরান ফারুক, আতাউর রহমান, আওলাদ, রেজাউল খন্দকার, খোকন সিকদার, আরিফ, মুছাসহ বারদী ইউনিয়ন যুবদলের কয়েক হাজার নেতৃবৃন্দ কর্মীসভায় উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক খায়রুল ইসলাম সজিব বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার পালিত দোসরা কাউকে ছাড় দেয় নাই, তাদেরকেও এই বাংলার মাটিতে ছার দেওয়া হবে না।, যারা তাদের সাথে আতাত করে তাদেরকেও সোনারগাঁয়ের মাটিতে জায়গা দেওয়া হবে না। আপনারা দেখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, আপনাদেরকেও বলছি, আপনারা এমন কোন কাজ করবেন না যেন, আপনাদের কেও এভাবে পালিয়ে যেতে হয় আর একটি কথা, আপনাদেরকে বলছি মান্নান সাহেবকে নিয়ে কোন ষড়যন্ত্র করবেন না। মান্নান সাহেব কে স্বয়ং খালেদা জিয়া পছন্দ করে। সোনারগাঁয়ের মাটি মান্নান সাহেবের ঘাঁটি ।