নিজস্ব প্রতিবেদক
নারায়নগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুরে সরকারী জমিতে অবৈধ মেলা বসিয়ে হাতিয়ে নেয়া হচ্ছে মোটা অঙ্কের টাকা । গত একসপ্তাহ যাবত সোনারগাঁও উপজেলাধীন কাঁচপুর বাস টার্মিনালের বালুরমাঠে এ মেলা বসিয়েছে স্থানীয় বিশেষ পেশার পরিদানকারী সহ বেশ কয়েকটি চক্র। এই অবৈধ মেলায় বসানো হয়েছে ট্রেন, নাগরদোলা, চরকি ও বিভিন্ন প্রকার দোকানপাঠ। শুধু তাই নয় এই মেলা থেকে উচ্চ শব্দে ডিজে বাজানো, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও গভীর রাত পর্যন্ত মেলা চালানোর কারনে মাদকসেবী ও চোর-ছিনতাইকারীদের আড্ডায় পরিনত হয়েছে।
এসকল অবৈধ মেলা বন্ধের দাবি জানিয়েছে এলাকাবাসি।
মেলা পরিচালনাকারী সানি জানায় , এক সপ্তাহ যাবত এ মেলার আয়োজন করা হয়েছে । তার সাথে স্থানীয় অনেকেই রয়েছে । পাশাপাশি সানি সোনারগাঁও এর বিশেষ পেশার একজনের পরিচয়ে দেয়।মূল কথা হলো অবৈধ এ মেলায় প্রায় দুইশত দোকান বসানো হয়েছে। সন্ধ্যার পর রাতে বাতিল আলোর জন্য বিদ্যুৎ ব্যবহার করছে অবৈধভাবে। এতে বিদ্যুতের অপচয় হচ্ছে। এর ঘাটতি কিভাবে পূরণ করা হবে।
এ বিষয়ে নাম প্রকাশ অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, এই বিদ্যুৎ অবচয় আমাদের গ্রামের প্রত্যেকটা মিটারের ভিতরে দেওয়া হবে। এতে করে সকলের মিটারে বিদ্যুতের বিল বেশি আসবে। এ বিষয়ের সমাধান কি?
আমরা এ বিষয়ে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেছি এবং পল্লী বিদ্যুৎ ডিজিএম এর অবহিত করেছি। সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য।