1. info@sonargaonkhobor24.online : সোনারগাঁও খবর ২৪ : সোনারগাঁও খবর ২৪
  2. info@www.sonargaonkhobor24.online : সোনারগাঁও খবর ২৪ :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁয়ে ৬কিশোরীকে ধর্ষণ, এখনো আসামী ধরাধরাছোঁয়ার বাহিরে। সোনারগাঁয়ে ৩০টি প্রাথমিক বিদ্যালযে মিড ডে মিল কার্যক্রম উদ্বোধন। নারায়ণগঞ্জে নবায়নযোগ্য শক্তির দাবিতে মানববন্ধন: নীতিমালা সংস্কারের জোর দাবি সোনারগাঁয়ে পল্লী বিদ্যুৎ ট্রান্সফরমার চুরি-২জন আটক সোনারগাঁয়ে ভবনাথপুর এলাকায় অভিমান করে এমবিবিএস ডাক্তারের আত্মহত্যা সোনারগাঁয়ে রতনপুর এলাকায় অভিমান করে এমবিবিএস ডাক্তারের আত্মহত্যা সোনারগাঁয়ে মেঘনা টোল প্লাজা হইতে ৭ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক সোনারগাঁয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে প্রচারাভিযান সোনারগাঁয়ে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বিরোধী আন্দোলনের শহিদদের স্মরণে  প্রচারাভিযান সোনারগাঁয়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে কুপিয়ে হত্যার চেষ্টা

সোনারগাঁও সরকারি কলেজের প্রফেসর আশরাফুজ্জামান স্যারের বিদায় সম্বর্ধনা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

৯ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার সরকারি কলেজের শ্রদ্ধেয় অধ্যক্ষ প্রফেসর আশরাফুজ্জামান অপু স্যারের বিদায়ী উপলক্ষে বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়েছে। একই সাথে শিক্ষক কালিদাস সরকারের বিদায় সংবর্ধনাও দেওয়া হয়েছে।

সোনারগাঁ সরকারি কলেজে আশরাফুজ্জামান অপু ১৯৯২ সালে যোগদানের পর থেকে প্রায় ৩২ বছর যাবত তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছে। গত৩১ শে ডিসেম্বর ২০২৪ সালে তিনি চাকরির মেয়াদ শেষ করেন। বিদায় সংবর্ধনায় তিনি বলেন, আমার এই কর্মজীবনে আমি যতটুকু সম্ভব এই বিদ্যালয়ের উন্নয়ন করতে পেরেছি। মানুষ মাত্রই ভুল থাকতে পারে। আমারও যদি কোন কাজকর্মে সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের প্রতি অনুরোধ রইলো। আমার হাজার হাজার ছাত্র-ছাত্রী এই কলেজ থেকে অধ্যয়ন করে অনেক উপরে লেভেলে চলে গেছে। আমি তাদের জন্য দোয়া করি। তারা যেন আরো উন্নত শিখরে পৌছতে পারে।
বিদায় অনুষ্ঠানকে কেন্দ্র করে সোনারগাঁ সরকারি কলেজে বিভিন্ন আঙ্গিকে সাজিয়ে তুলেছেন কলেজ কর্তৃপক্ষ সহ ছাত্র-ছাত্রী বৃন্দরা।

এ সময় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন দাবি-দাওয়া উল্লেখ করে কলেজের বিভিন্ন সমস্যাগুলো উত্থাপন করেছেন। যেমন ভালো লাইব্রেরী নেই, একটি ক্যান্টিনেই, কক্ষে বৈদ্যুতিক ফ্যান নেই, বাতির ব্যবস্থা নেই, ডিজিটাল পদ্ধতির ও মাল্টিমিডিয়ার মাধ্যমে লেখাপড়ার উন্নত দিক নিয়ে বক্তব্য রেখেছেন এবং কলেজের সুন্দর পরিবেশ তৈরীর আহ্বান জানিয়েছে। এতে নবনিযুক্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদ কলেজের সার্বিক উন্নয়নের কথায় ছাত্র-ছাত্রীদেরকে দিকনির্দেশনা দেওয়া অশেষ ধন্যবাদ জানিয়েছেন ।

এ সময় সোনারগাঁও সরকারী কলেজের নব নিযুক্ত অধ্যক্ষ আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও একে এম আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায়, বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু ও অধ্যাপক কালিদাস সরকার এর কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন সোনারগাঁও সরকারি কলেজের অধ্যাপক আলী আকবর, অধ্যাপক ওসমান গনি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহসভাপতি টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু,পৌর বিএনপির সভাপতি শাজাহান মেম্বার,আবু সাইদ, সোনারগাঁও সরকারি কলেজের সহযোগী অধ্যাপক কালিদাস সরকার, আনোয়ার হোসেন,, দিলরুবা আফরোজ, ও সরকারি কলেজের সহকারী অধ্যাপকসহ প্রমুখ। অধ্যাপক একে এম আব্দুল্লাহ আল মামুন এর পরিচালনায় অন্যদের মধ্যে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন।

উক্ত আলোচনা সভার শেষে বিএনসিসি ও রোভার স্কাউটস কর্তৃক বিদায়ী অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুকে গার্ড অফ অনার প্রদান করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সোনারগাঁও খবর ২৪
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট