নিজস্ব প্রতিবেদক
বৌভাত থেকে আসার পথে কনের ফুপাতো ভাই ও তার বৌ এর ওপর হামলা করেছে দুর্বৃত্তরা।গতকাল শনিবার ২৫ জানুয়ারি সন্ধ্যার পর উপজেলার পৌর এলাকার দরপত বড় বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়,২৫ জানুয়ারি শনিবার দুপুরে ফরিদ হোসেন এর হাইএক্স গাড়ি নিয়ে কনেকে নিয়ে আসতে যাওয়ার সময় সোনারগাঁ পৌরসভার রাজদিয়া উত্তর পাড়া গ্রামের অটোরিকশা চালক আক্তার এর সাথে কথা কাটাকাটি হয় এক পর্যায় আক্তার হোসেন ও তার ভাই মোক্তার হোসেন দলবল নিয়ে ওথ পেতে থাকে এবং শনিবার সন্ধ্যার পর যখন কনেকে নিয়ে দরপত আসে। আগে থেকে রাস্তায় দারিয়ে থাকা আক্তার ও মোক্তারসহ অজ্ঞাতো আরো ৪০-৫০জন কনে পক্ষের উপর হামলা চালিয়ে কনের ফুফাতো ভাই ও তার বৌ রুনা আক্তারসহ ৪ জনের উপর হামলা করে। এতে ফরিদ হোসেন মারাত্ম যখম হলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ ব্যাপারে কনের ভাই ইব্রাহিম বাদী হয়ে শনিবার রাতে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন,তাতে উল্লেখ করা হয় বিবাদী আক্তার ও মুক্তারসহ আরও অজ্ঞাত ৪০-৫০ জনের একটি দল হাইস গাড়ির গ্লাস ভাঙচুর ও হামলা চালিয়ে আমর বোন কনে তানিয়ার গায়ে থাকা ৫ ভরি স্বর্ণের জিনিস ও ফরিদ হোসেন এর কাছে থাকা নগদ ১৫ হাজার ও বরের কাছে থাকা প্রায় ২০ হাজার টাকা ও তার ভাবির সঙ্গে থাকা প্রায় ৪ ভরিস্বর্ণ ছিনিয়ে নিয়ে যায়। সে সাথে তাদের সঙ্গে থাকা দুটি টাচ মোবাইল ও নিয়ে যায় সোনারগাঁ পৌরসভা রাইজদিয়া উত্তর পাড়া গ্রামের আক্তার ও মোক্তার হোসেন এর দুই ভাইয়ের দল বল।
এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল বারি বলেন, এ ব্যাপারে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত করে তার ব্যবস্থা নেওয়া হবে।