মোক্তার হোসেন সোনারগাঁ প্রতিনিধি
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে কলেজ রোড সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া চৌরাস্তায় জোহরা ম্যানশনে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএল সি উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
দেশের জনসাধারণের জীবনযাত্রর মান উন্নয়নের লক্ষ্যে ও দেশের অর্থনীতি উন্নতি সমৃদ্ধি অর্জনে গ্লোবাল ইসলামী ব্যাংকের উপশাখা সোনারগাঁয়ে চালু করা হয়েছে।
GIB-গ্লোবাল ইসলামী ব্যাংক সারা বাংলাদেশে তাদের শাখা উপশাখা সর্বমোট ২১৩ টি রয়েছে। এই ব্যাংকের মাধ্যমে আপনাদের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল, চালান জমা নেওয়া, বিভিন্ন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড প্রদান ও কোটিপতি স্কিম, মিলিনিয়ার স্কিন, লাখপতি স্কিম, মুদারাবা মাসিক মুনাফা স্কিম ৬ মাস মেয়াদী -৬.৫০%, ১২মাস মেয়াদী -১৩.৩৪%, ২৪মাস মেয়াদী-১৩.৩৪%, ৩৬ মাস মেয়াদী -১৩.৩৪%মুনাফায় সঞ্চয় নেওয়া জমা নেওয়া হবে।
দ্বিগুন মুনা প্রকল্প পাঁচ বছর মেয়াদী =১৩.৯৫% দেওয়া হবে বলে জানিয়েছেন।
সোনারগাঁ উপজেলায় গ্লোবাল ব্যাংক সকালের সহযোগিতায় এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যাংক পরিচালক সহ প্রিন্সিপ্যাল ডঃ ইকবাল হোসেন ভূঁইয়া ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিল্লাল বেপারী।
এসময় নারায়ণগঞ্জ জেলার ম্যানেজার আবুল বাশার ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোগড়াপাড়া উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির ব্যাবস্হাপনা পরিচালক(চলতি দায়িত্ব) আতাউস সামাদ,
ব্যাংকের কোম্পানি সেক্রেটারি মঞ্জুর হোসেন, ইসলামী সোসাইটি ঢাকার ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সূরা সদস্য প্রিন্সিপাল ড ইকবাল হোসেন ভূঁইয়া,বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল হোসেন বেপারী,আল আরাফাহ ইসলামী ব্যাংকের মোগড়াপাড়া শাখার ব্যবস্হাপক মাওলানা সাইফুদ্দীনসহ প্রমুখ।