নিজস্ব প্রতিবেদক
২৭ শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার সোনারগাঁও পৌরসভার আদমপুর বাজারে সকাল ৮:০০ঘটিকার সময় এইড ফর ম্যান সংগঠনের উদ্যোগে খাদ্যে ভেজাল মুক্তি ও প্রকাশ্যে ধূমপান নিষেধের আহবান জানিয়ে আলোচনা সভা ও অভিযান পরিচালনা করেন।
এ সময় আদমপুর বাজারে প্রতিদিনের ন্যায় দুধ বিক্রেতাদের দুধ আসল, না নকল, না ভেজাল রয়েছে তা পরীক্ষা করার জন্য পৌরসভার কর্মকর্তাসহ সকলে উপস্থিত হন। সেখানে দুধ পরীক্ষা করার জন্য ল্যাকটো মিটারের মাধ্যমে কয়জন ব্যক্তির বালতিতে নিয়ে আসা দুধ পরীক্ষা করা হয়। এতে দুইজন ব্যক্তির ভেজাল দুধ সনাক্ত করা হয় এবং সাময়িক তাদেরকে ভেজাল না করার জন্য উপস্থিত সকলের নির্দেশনায় ছেড়ে দেওয়া হয়। যাহাতে ভবিষ্যতে তারা এই ধরনের কাজ আর না করেন।
এ সময় মহিউদ্দিন রাব্বি আদমপুর বাজারে হ্যান্ড মাইকের সাহায্যে আরো বলেন, খাদ্যে ভেজাল ,সবজিতে ফরমালিন, মাছের মধ্যে ফরমালিন দেওয়া যাবে না। প্রকাশ্যে কেউ ধূমপান করবেন না । যদি কেউ প্রকাশ্যে ধূমপান করেন, তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সকলকে । এই উদ্যোগ গ্রহণ করায় এবং সকলের মাঝে প্রচার করায়, আদমপুর বাজারের সাধারণ জনগণ ধন্যবাদ জানিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন, এইড ফর ম্যান সংগঠনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন খোকন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, সোনারগাঁ পৌরসভার কর্মকর্তা মোঃ হোসেন,মোহাম্মদ মহিউদ্দিন রাব্বি, মোহাম্মদ জামাল মিয়া, মোহাম্মদ বাবু মিয়া, মোহাম্মদ রাজু আহমেদ, মোঃ বাবু মোল্লা, মোহাম্মদ মোক্তার হোসেনসহ আরো অনেকে।