নিজস্ব প্রতিবেদক
২৭শে মার্চ রোজ বৃহস্পতিবার সোনারগাঁ পৌরসভা বিএনপির নেতা কর্মীদের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক জিয়ার দীর্ঘায়ু কামনায় উপজেলা হল রুমে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
এ সময়, ইফতার ও দোয়া মাহফিলে বেগম জিয়ার রোগমুক্তি ও তারেক জিয়ার দীর্ঘায়ু কামনায় ও দেশবাসী সকলের শান্তি কামনায় মোনাজাত পরিবেশন করেন সোনারগাঁও উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোঃ মিজানুর রহমান।
এ সময় প্রধান অতিথি হিসেবে আজহারুল ইসলাম মান্নান বলেন, দলের নাম ভাঙ্গিয়ে যে কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলবাজির সাথে জড়িত থাকবে এবং তাদের সংযুক্ত পাওয়া যায়, তাহলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন তিনি।
এ সময় পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাজাহান মেম্বারের সভাপতিত্বে ও ফরহাদ হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, মোগরাপাড়া ইউনিয়ন সাধারন সম্পাদক মোঃ আতাউর রহমান, সম্মানদি ইউনিয়ন বিএনপি'র সভাপতি সাফির উদ্দিন মজনু, বৈদ্যের বাজার ইউনিয়ন সভাপতি মোঃ তাইজুল ইসলাম সরকার, পিরোজপুর ইউনিয়ন সভাপতি মনিরুজজামান, পৌর বিএনপির নেতা মোতালেব কমিশনার, মহিলা দলের সভানেত্রী সালমা আক্তার , পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির রফিক, যুব দল নেতা রাকিব, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফারুক আহামেদ, পৌর বি এন পির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম, মহিলাদলের নারায়ণগঞ্জ জেলার সাধারন সম্পাদক রুমা আক্তার, হারুন অর রশিদ মিঠু, চয়ন মিয়াসহ আরো অনেকে।