নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় পল্লী বিদ্যুৎ সমিতির ট্রান্সফরমার চুরির সময় দুই চোরকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করেছে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটককৃতদের হেফাজতে নেয় এবং চুরি হওয়া ট্রান্সফরমারের বিভিন্ন অংশ উদ্ধার করে। পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর এজিএম (প্রশাসন) মোহাম্মদ রেজাউল করিম থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, সোনারগাঁও উপজেলার ভারগাঁও কাজীপাড়া এলাকার ফজলুল হকের বাড়ির পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত ৫-কেভিএ ট্রান্সফরমার ছিল। ২৭ এপ্রিল রাত ১০:৩০টায় নিয়মিত পরিদর্শনে গিয়ে ট্রান্সফরমারটি স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। তবে ২৮ এপ্রিল সকাল ৭টায় স্থানীয়দের মাধ্যমে খবর পান, চুরি করার সময় দুইজনকে হাতে নাতে ধরেছেন এবং একজন পালিয়ে গেছে।খবর পেয়ে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে যান এবং দেখতে পান, স্থানীয় বাসিন্দা নুরে আলম ও মোঃ জাহাঙ্গীর আলমের সহায়তায় দুই চোরকে আটকে রাখা হয়েছে। পরে সোনারগাঁ থানার এসআই মোঃ সেলিম হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপস্থিত হয়ে আসামিদের আটক করে। আটককৃত আসামীরা হলেন মোঃ রবিউল ইসলাম (২৩) এবং মোঃ রাকিবুল ইসলাম (২০) । তারাব রূপগঞ্জ উপজেলার উওর মাসাবো গ্রামের বাসিন্দা। পলাতক চোরের নাম জানা যায় মোঃ সাগর (২০), একই এলাকার বাসিন্দা। পুলিশের উপস্থিতিতে ধৃত আসামিদের কাছ থেকে চুরি হওয়া ট্রান্সফরমারের খালি ট্যাংকি, ইনসুলেটর এবং সাতটি ছোট লোহার টুকরা উদ্ধার করে জব্দ করা হয়। উত্তেজিত জনতা আসামিদের মারধর করায় তারা সামান্য আহত হয়; পরে পুলিশ তাদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে।পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের হবে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।