নিজস্ব প্রতিবেদক
৬ই মে রোজ মঙ্গলবার সকাল ১০:০০ঘটিকার সময় উপজেলা কৃষি অফিস কার্যালায়ে জেলা প্রশাসকের নির্দেশনা গ্রীন এন্ড ক্লিন কার্যক্রমের উপর আলোচনা ও মতবিনিময়ে সভার আয়োজন করা হয়েছে।
সোনারগাঁও উপজেলায় একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে সবুজ বনায়নে বৃক্ষ রোপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণে কাজ করার জন্য উপজেলার সকাল চেয়ারম্যান, মেম্বার, স্বেচ্ছাসেবক বিডি ক্লিন ও পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যানসহ শিক্ষক ও সুশীল সমাজের প্রতিনিধিগণদের সমন্বয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন ।
সভায় বিভিন্ন ইউনিয়নে যে সকল নতুন রাস্তা তৈরি হয়েছে সেই রাস্তাগুলোতে বিভিন্ন ধরনের ফলজ, ঔষুধি এবং সৌন্দর্য বৃদ্ধির জন্য শিমুল, শিশু জাতের ইত্যাদি গাছ রোপন রক্ষণাবেক্ষণের আলোচনা করা হয়। পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য বিভিন্ন এলাকায় এবং বাজারগুলোতে ডাস্টবিন ব্যবহারের মাধ্যমে প্লাস্টিক বোতল, পলিথিন বিভিন্ন ধরনের উৎকৃষ্ট জিনিসপত্র ফেলার আহ্বান জানিয়েছেন। সোনারগাঁও উপজেলায় সবচেয়ে বেশি ময়লা আবর্জনা ফেলা হয় কাঁচপুর এবং পিরোজপুর ইউনিয়নে। এইসব এলাকায় বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি হওয়ায় এদের ময়লা আবর্জনাগুলো নির্দিষ্ট জায়গায় না ফেলে তারা নদীকে ব্যবহার করছেন। যার ফলে নদীর পানি দূষিত হয়ে ব্যবহার অযোগ্য হয়ে পড়েছে এবং সেই পানি ব্যবহার করে বিভিন্ন রোগবালাই মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এসব সমস্যা থেকে বাঁচতে হলে আমাদেরকে পরিকল্পনা অনুযায়ী সরকারি নির্দেশনায় চলতে হবে এবং আমাদেরকে এ বিষয় নিয়ে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক,কাচঁপুর ইউপি চেয়ারম্যান শাহ আলম, সোনারগাঁও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, সোনারগাঁও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার, সোনারগাঁ পৌরসভার সচিব মাশরেকুল আলম, বৈদ্যেরবাজার ইউপি চেয়ারম্যান এর পক্ষ থেকে আলমগীর মেম্বার, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন, বিডি ক্লিন এর সোনারগাঁ শাখার সভাপতি মোহাম্মদ কামরুজ্জামান রানা, দৈনিক আজকের সংবাদ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি সাংবাদিক মোক্তার হোসেন, সাংবাদিক মাজেদ ভূঁইয়া, বিডি ক্লিন এর মোঃ ইমন হোসেন ,আর টিভি সোনারগাঁ প্রতিনিধ মোশারফ হোসেন খোরশেদ, বাংলাভিশন টিভির সোনারগাঁ প্রতিনিধি মোঃ অপু সহ আরো অনেকে।