নিজস্ব প্রতিবেদক
৮ই মে রোজ বৃহস্পতিবার দুপুরে সোনারগাঁও উপজেলার উদ্ববগঞ্জ বটতলা বাজার থানা প্রেসক্লাবের সামনে সোনারগাঁ পৌরসভার রাস্তা রক্ষায় ভারী যানবাহন বন্ধের দাবিতে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোনারগাঁও উপজেলার বৈদ্যের বাজার, আনন্দবাজার ও বারদী এলাকায় জায়গা জমি সস্তা হওয়ায় বিভিন্ন কোম্পানির মালিকগণ সেখানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যার ফলে প্রতিনিয়ত এই কোম্পানিগুলোর ৩শত থেকে ৪শত ভারী ট্রাক বা লড়ী সোনারগাঁ থানা রোড দিয়ে যাতায়াত করতো । তাদের এই ওভারলোড গাড়িগুলো চলাচলের কারণে রাস্তাগুলো বিভিন্ন জায়গায় গর্তের সৃষ্টি হয় এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এই অবস্থায় টেন্ডারের মাধ্যমে রাস্তাটির মেরামতের কাজ চলছে। রাস্তা মেরামতের কারণে এই রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে। যার কারণে এই ওভারলোড গাড়িগুলো পৌরসভার রাস্তা ব্যবহার করে মহাসড়কে চলে যাচ্ছে। ফলে পৌরসভার রাস্তাগুলো খারাপের দিকে যাচ্ছে।
পৌরবাসীর আবেদন এই কোম্পানিগুলোর ভারী যানজটের কারণে রাস্তাঘাট বিকল হয়ে পড়ছে। এর আগে পৌরবাসীর অর্থায়নে পৌরসভার এই রাস্তাগুলো মেরামত করা হয়েছিল। বর্তমানে রাস্তার গুণগত মান ঠিক রাখার জন্য পৌর প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমানের কাছে আবেদন জানালে তিনি একটি নিষেধাজ্ঞা জারি করেন । সেই নিষেধাজ্ঞা অমান্য করেও তারা তাদের গাড়িগুলো চালিয়ে যাচ্ছেন এবং বৈদ্যুতিক তার গুলো ছিড়ে ফেলছেন।
এ বিষয়ে পৌরসভার সচিব মাসরেকুল আলমের কাছ থেকে জানতে চাইলে তিনি বলেন, পৌরসভার ঘামে ঝরা জনগণের অর্থায়নে তৈরি করা হয়েছে এই রাস্তাঘাট। আর এই রাস্তাঘাট নষ্ট করে ফেলছে বিভিন্ন কোম্পানির গাড়িগুলো। এসব কোম্পানির গাড়িগুলো চলাচলের জন্য কোন রোড পারমিট তাদের নাই। তারা অনায়াসে এই রোড ব্যবহার করে যাচ্ছে। কিছু বললেও তারা শুনছে না।
তারই ধারাবাহিকতায় পৌরসভার বিভিন্ন অটোচালক সাংবাদিক ও সুশীল সমাজের জনগণ উপস্থিত হয়ে মানববন্ধনে দাঁড়িয়ে প্রতিবাদ জানিয়েছেন।