নিজস্ব প্রতিবেদক :
১৫ ই মে রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় সোনারগাঁও উপজেলার মোগরা পাড়া চৌরাস্তায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ফুটওভার ব্রিজ এলাকার নিচে যানজট নিরসনে অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান।
জেলা প্রশাসকের নির্দেশনায় গ্রীন এন্ড ক্লিন কার্যক্রমের আওতায় ও মডেল সোনারগাঁ গড়ার লক্ষ্যে সোনারগাঁয়ের গণমানুষের বহুদিনের প্রত্যাশা মোগরাপাড়া চৌরাস্তা হইতে বৈদ্যেরবাজার পর্যন্ত রাস্তার যানজটে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে। যার কারণে মোগড়াপাড়া চৌরাস্তার প্রবেশ মুখটির যানজট নিরসনে অবৈধ দোকানপাট গুলো উচ্ছেদ করা হয়েছে । এর আগে (ইউ এন ও) রমজান মাসে এই দোকানগুলো উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলেন এবং তাদেরকে নোটিশ দিয়েছেন। এতে কোন কাজ হয়নি। এখন আবার জেলা প্রশাসকের নির্দেশনায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সহকারী ভূমি অফিসার মনজুর মোরশেদ সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মফিজুর রহমানসহ আরো অন্যান পুলিশ কর্মকর্তাগণ।