নিজস্ব প্রতিবেদক
২৪শে মে রোজ শনিবার বিকাল ৩ ঘটিকার সময় সোনারগাঁ পৌরসভার টুরিস্ট হোমে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
এ সময় মতবিনিময় সভায় সোনারগাঁও উপজেলার ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা বলেন, দীর্ঘ ১৭ বছর যাবত আমরা হামলা মামলার শিকার হয়েছি। আমাদের কোন খোঁজ খবর রাখা হয়নি। আমাদেরকে তেমন মূল্যায়ন করা হয়নি। আমাদেরকে একই জায়গায় রেখে দেওয়া হয়েছে। আমরা শহীদ জিয়ার আদর্শে রাজনীতি করছি। আমরা এখনো তারেক জিয়ার নির্দেশনায় সুষ্ঠ রাজনীতি করে আসছি। আমরা এই সোনারগাঁকে একটি পাগল -ছাগলের হাতে তুলে দিতে চাই না। আমরা সোনারগাঁয়ে সঠিক রাজনীতিবিদদের হাতে তুলে দিতে চাই। তাই আমরা সোনারগাঁও উপজেলার শাসন ভার একটি শক্তিশালী নেতৃত্বের হাতে তুলে দিতে চাই।
তাই সোনারগাঁয়ের সুষ্ঠু রাজনীতির দ্বারা অব্যাহত রাখার জন্য নারায়ণগঞ্জ ৪ আসন থেকে নির্বাচিত সাবেক এমপি আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সাহেবকে এখন থেকেই সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় কাজ করার আহ্বান জানিয়েছেন সোনারগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুল।
এ সময় সোনারগাঁও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ বিএনপির সাবেক সভাপতি মাজেদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আকবর হোসেন, মোগরা পাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এনামুল হক রবিন, পিরোজপুর ইউনিয়ন বিএনপি'র যুগ্ন আহবায়ক মোহাম্মদ আশরাফ প্রধান, সম্মানদি ইউনিয়ন বিএনপি'র সাবেক সভাপতি মোঃ রমজান আলী,সোনারগাঁও পৌরসভার সাবেক সভাপতি মোঃ পনির হোসেন, সাংগঠনিক সম্পাদক বদরুল আলম মোল্লা, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি নাসির উদ্দিন মোল্লা, যুবদল নেতা শফিকুল ইসলাম নয়ন, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপি নেতা কামাল মোল্লা, তাঁতী দলের সভাপতি আমির হোসেন, মোহাম্মদ আনোয়ার হোসেনসহ আরো অনেকে।