নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৫নং ওয়ার্ডে হামছাদি ব্রিজ থেকে প্রেমের পর্যন্ত ২২০০ ফুট দীর্ঘ পিচ ঢালাই রাস্তার উদ্বোধন করা হয়েছে।
(২৫ মে) রোববার দুপুরে আনুষ্ঠানিকভাবে এই উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন বৈদ্যেরবাজার ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোঃ আব্দুল্লাহ আল -মামুন মিয়া।
স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবি পূরণে এই রাস্তাটি নির্মাণ করা হয়। উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এ সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানান, “এই রাস্তার নির্মাণের মাধ্যমে এলাকার জনগণ উপকৃত হবে এবং চলাচলে স্বস্তি ফিরে আসবে। ইউনিয়নের সার্বিক উন্নয়নে আমরা বদ্ধপরিকর।”
এলাকাবাসী জানান, আগে রাস্তাটি খারাপ থাকায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হতো। এখন পাকা রাস্তা হওয়ায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হলো।
এলাকাবাসী আরো বলেন, বৈদ্যের বাজার ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ আবদুল আল -মামুন যেভাবে রাস্তাঘাটের উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছেন এভাবে আর কোন চেয়ারম্যান কাজ করেনি। আমরা তার ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন।