নিজস্ব প্রতিবেদক:
১হেলা জুলাই রোজ মঙ্গলবার সকালে সোনারগাঁও পৌরসভার বকুলতলা টুরিস্ট পুলিশের একটি স্পটে বৃক্ষরোপনের শুভ উদ্বোধন করেন টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি ঢাকা রিজিওয়ানের পুলিশ সুপার মোঃ মোখলেছুর রহমান।
এ সময় টুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি পিপিএম মোঃ মোখলেছুর রহমান বলেন, টুরিস্ট পুলিশ মানুষের জানমালের নিরাপত্তায় কাজ করছে তার পাশাপাশি পরিবেশেরও কাজ করছে। আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন জায়গায় বৃক্ষরোপন করে আসছি। তারই ধারাবাহিকতায় আজ আমরা সোনারগাঁও পৌরসভার বকুলতলা এলাকায় বৃক্ষ রোপন কর্মসূচির শুভ উদ্বোধন করলাম। আমরা গাছ লাগাবো, পরিবেশ বাঁচাবো। এই কর্মসূচি সব সময় অব্যাহত থাকবে।
এ সময়, নারায়ণগঞ্জ জোনের টুরিস্ট পুলিশের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসেনের সঞ্চালনায় প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা জোনের অতিরিক্ত পুলিশ সুপার পিপিএম মোঃ মোখলেসুর রহমান ও পুলিশ সুপার বশির আহমেদ, মোগরা পাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি হারু-অর- রশিদ মিঠু,বিএনপি নেতা হুমায়ুন কবির রফিক,বাবুল মোশাররফ, সোনারগাঁও উপজেলা কৃষি কর্মকর্তা, মানবাধিকার সংস্থার সভাপতি মোহাম্মদ শামীম মিয়া, সাধারণ সম্পাদক মোঃ কাউসার মিয়া, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমানসহ আরো অনেকে।