নিজস্ব প্রতিবেদক
১২ই জুলাই রোজ শনিবার দিনব্যাপী সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণ এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। আনন্দঘন ও উৎসব মুখর পরিবেশে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হলো বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দিনব্যাপী আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মোঃ আক্তার হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য এবং সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন এবং পৌর বিএনপির বিশিষ্ট নেতা শাহজাহান মেম্বার সেন্টু।
সভাপতির বক্তব্যে বলেন, সোনারগাঁ একটি ঐতিহ্যবাহী উপজেলা। এখানে ঐতিহ্যের ঘাটতি না থাকলেও শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সেই অভাব পূরণেই ‘সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ’ প্রতিষ্ঠা করা হয়েছে। আমি স্বপ্ন দেখি, একদিন সোনারগাঁ পাবলিক ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হবে এবং এ অঞ্চলের মানুষ শিক্ষার ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাবে।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, আমি আশাবাদী সোনারগাঁ একদিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে বিশেষ পরিচিতি অর্জন করবে। ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ একটি মডেল শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে, যা সোনারগাঁবাসীকে একটি আধুনিক শিক্ষাব্যবস্থা উপহার দিতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উপস্থিতিতে নানা ইভেন্টে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। দিনব্যাপী আয়োজনে ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ এবং র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।
শেষে অতিথি শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি ঘোষণা করা হয়।