নিজস্ব প্রতিবেদক
আমার দেখায় একজন পরিবেশ প্রেমিক ও প্রতিবাদী ব্যাক্তি...পরিবেশ দূষণকারী ব্যাক্তি বা কোম্পানি বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠস্বর মোঃ হোসাইন ভাই। যিনি সব সময় পরিবেশ ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন। সোনারগাঁও সহ দেশের ক্ষমতাশালী কোম্পানি বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন।
তার জন্য বিভিন্ন ফেইসবুক ফেইক আইডি দিয়ে অনেকে অপপ্রচার চালাচ্ছে তার জন্য তিনি নিন্দা জানিয়েছেন। হোসাইন ভাইয়ের বিরুদ্ধে আপনাদের কাছে যদি কোন চাঁদাবাজির সুনির্দিষ্ট প্রমান থাকে তাহলে দেশে আইন আছে,? ফেইক আইডিতে অপপ্রচার না করে , সরাসরি প্রমাণ থাকলে নিউজের মাধ্যমে তা তুলে দরুন এবং উনার বিরুদ্ধে সরকারি বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করুন। তারা ওনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিবেন। অন্যথায় ফেক আইডি দিয়ে একজনের মান-সম্মান নষ্ট করা উচিত নয়। আপনি একজনের মান-সম্মান নষ্ট করবেন আল্লাহ আপনার মান সম্মান নষ্ট করবে। একজন মানুষকে সামাজিকভাবে কাজ করার সুযোগ দিন। এমন কাজ আপনিও করতে পারেন জনগণের কল্যাণে। আর ভালো কাজে বাধা আসবেই। এসব নিয়ে চিন্তা করে কেউ কোনদিন ভালো কাজ করে না। তিনি তার কাজে সব সময় এগিয়ে যান।