নিজস্ব প্রতিবেদক :
১৬ ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার বিকালে সোনারগাঁও উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন এর উদ্যোগে কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ৩শতাদিক চারা গাছ বিতরণ করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে সোনারগাঁও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়, এর উপকারিতা সম্পর্কে বলে শেষ করা যাবে না। তাই আমাদের প্রত্যেককে বাড়ি চারপাশে একটি করে গাছ লাগাতে হবে এবং গাছের পরিচর্যা ও সঠিকভাবে যত্ন নিতে হবে।
এ সময় উদ্বোধক হিসাবে ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন বলেন আমি প্রতাপের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্র ছিলাম। এখান থেকেই লেখাপড়া শিখে বর্তমানে ইঞ্জিনিয়ার হয়েছে। আমি সব সময় মানবিক কাজগুলো করে থাকি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি যেন সবসময় আপনাদের পাশে থেকে সামাজিক কাজগুলো করে যেতে পারি।
এ সময় বিসমিল্লাহ এনএম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান শিক্ষানবিশ আইনজীবী নাদীরা আক্তার নীরার সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন,প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিষ্ট পুলিশের অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, প্রতাপের চর এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ হান্নান বেপারী, বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক ও মোঃ আশরাফুল আলম আশরাফ প্রধান, সোনারগাঁও ফাইটার কারাতে ক্লাবের প্রতিষ্ঠাতা ও পরিচালক মঈন আল হোসাইন,দৈনিক যুগান্তর পত্রিকার স্টাফ রিপোর্টার আলামিন তুষার, একাত্তর টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মোঃফরিদ হোসেন,বিজয় টিভির সোনারগাঁ প্রতিনিধি মোহাম্মদ অনিক হোসেন, দৈনিক সমকাল পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি শাহাদাত হোসেন রতন, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার সোনারগাঁও প্রতিনিধি হাসান মোঃ রিপন , দৈনিক ভোরের পাতা পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মশিউর রহমান, দৈনিক খবরের কাগজ পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি মোঃ ইমরান হোসেন, সাংবাদিক নাসির উদ্দিন, সাংবাদিক কামরুল ইসলাম, সাংবাদিক মোক্তার হোসেন, সাংবাদিক শফিকুল ইসলাম, সাংবাদিক মনির হোসেন, প্রতাপেরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মোঃ সানাউল্লাহসহ বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।