নিজস্ব প্রতিবেদক।
২২শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকেল ৩ ঘটিকার সময় রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় জিপিএ -৫ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ৩শতটি চারাগাছ বিতরনের আয়োজন করা হয়েছে।
এ সময় সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা সুলতানার সভাপতিত্বে ও সোনারগাঁও পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মোশারফ হোসেন, সোনারগাঁও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ পৌর বিএনপি’র সভাপতি হাজী মোহাম্মদ শাজাহান মেম্বার,পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন, পৌর বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির রফিক, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ ফরিদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য আফাজউদ্দিন, ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মফিজুর রহমান সোহেল, ম্যানেজিং কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হক হাসনাইন, যুগ্মসাধারণ সম্পাদক মাোঃ কবির হোসেনসহ বিভিন্ন শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি হিসেবে হাজী মোঃ মোশারফ হোসেন বলেন,“আজকের এই কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে। তোমাদের মেধা ও যোগ্যতা দেশের অমূল্য সম্পদ। শুধু ভালো ফল করলেই হবে না, সুশিক্ষা ও নৈতিকতার চর্চা করতে হবে। আমরা চাই তোমরা দেশের সৎ ও দায়িত্বশীল নাগরিক হয়ে জাতিকে আলোকিত করবে। শিক্ষার পাশাপাশি গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার দায়িত্বও তোমাদের নিতে হবে।”
প্রধান বক্তা হিসেবে মোঃ শাহজাহান মেম্বার বলেন,“শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতির শিখরে পৌঁছাতে পারে না। আমাদের মেয়েরা আজ যেভাবে মেধা ও সাহসিকতার পরিচয় দিচ্ছে, তা সমাজের জন্য অনুপ্রেরণার। সোনারগাঁ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এ সাফল্য প্রমাণ করে মেয়েরা এগিয়ে গেলে দেশ এগিয়ে যাবে। আমরা এই কৃতি শিক্ষার্থীদের পাশে আছি এবং থাকবো।”
ম্যানেজিং কমিটির সভাপতি নাজমা সুলতানা বলেন,“বিদ্যালয়ের পক্ষ থেকে এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে আমরা সর্বদা কাজ করে যাচ্ছি। শিক্ষার্থীদের প্রতিটি সাফল্য আমাদের গর্বের বিষয়। এই সংবর্ধনা কেবল সম্মাননা নয়, এটি ভবিষ্যতের জন্য প্রেরণা। আমি আশা করি, তোমরা সবাই সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের উন্নয়নে অবদান রাখবে।”