নিজস্ব প্রতিবেদক।
২৭শে সেপ্টেম্বর রোজ শনিবার বিকাল ৩ঘটিকার সময় সোনারগাঁও উপজেলার শম্ভপুরা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে এলাহীনগর ঈদগাহ মাঠ প্রাঙ্গনে নির্বাচনী আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন বলেন, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁও নির্বাচনী এলাকা এক হওয়ায় আমাদের মাঝে কোন সমস্যা নাই। সিদ্ধিরগঞ্জ এলাকার সব জায়গায় উন্নয়ন হয়ে গিয়েছে একটু জায়গাও বাকি নাই শুধু সোনারগাঁয়ে গত ১৬ বছরে তেমন কোন উন্নয়ন হয় নাই। আামাদেরকে সেই উন্নয়নের কাজগুলো করতে হবে। সমাজে ভালো মানুষ যারা তাদেরকে নিয়ে আমাদের কাজ গুলো করতে হবে। অযোগ্যদের দিয়ে কোন কাজ করা হবে না।যারা শিক্ষিত মানুষের কল্যাণে কাজ করে থাকে তাদেরকে দিয়েই আমাদের কাজ করতে হবে।
এসময়, শম্ভুপুরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোঃ রইসুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক ও সোনারগাঁও থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহআলম মুকুল, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শহিদুর রহমান স্বপন , রমজান আলী সরকার, এনাৃুল হক রবিন, মফিজুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলম মেম্বার , মোখলেছুর রহমান, আমির হোসেন মেম্বার, জুম্মন সরকার, মোঃ পনির হোসেন, এডভোকেট সাদ্দাম হোসেন, মোঃ বদীউল আলম মোল্লা , মোঃ নাসির উদীন, মামুনুর রশিদ পাপ্পু, জজ মিয়া, শাহিন আলম জুবায়ের, মোঃ এমদাদ হোসেন, রবিউল আউয়াল প্রধান সহ আরো অনেকে।