নিজস্ব প্রতিবেদক।
২৯ শে সেপ্টেম্বর রোজ সোমবার বিকেল ৩ ঘটিকার সময় বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশন ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন চত্বরে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে সোনারগাঁওয়ে টেকসই পর্যটক বান্ধব পরিবেশ বিনির্মানে বর্ণাঢ্য র্যালি ও শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
এ সময়, বিশ পর্যটক দিবস উপলক্ষে সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউডেশনে এবারই সর্বপ্রথম একটি সুন্দর সেমিনারের আয়োজন করেছেন। পর্যটকদের সুরক্ষা পর্যটকদের থাকার ব্যবস্থা , খাবারের ব্যবস্থা ,তাদের নিরাপত্তার ব্যবস্থা নিশচিত করতে পারলেই পর্যটকরা আমাদের এখানে আসতে পারবে এবং দেশ জাতী আর্থিকভাবে লাভবান হবে।
এ সময়, বক্তারা আরো বলেন, বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশন জাদুঘর চত্বরের বাহিরে
পর্যটকরা এসে বৃষ্টির সময় যাতে বসতে পারে সেই জন্য একটি যাত্রী ছাউনি করে দেওয়ার আহবান জানিয়েছেন।
বিশেষ অতিথি হিসেবে ইঞ্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন বলেন, মাদক ইভটিজিং এর কারণে পর্যটকরা বিভিন্ন সময় হানোস্তার শিকার হন এর থেকে বাঁচাতে আমাদের সকলকে কার্যকরি ব্যবস্থা নেওয়া উচিত।
এ সময়, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের চেয়ারম্যান, শিক্ষানবীশ আইনজীবী নাদীরা আক্তার নীরার সভাপতিত্বে ও পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের উপসচিব ও পরিচালক কাজী মাহাবুবুল আলম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা রিজিয়নের টুরিস্ট পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ লোক ও কারু শিল্প ফাউন্ডেশনের উপ পরিচালক একে এম আজাদ সরকার, টুরিস্ট পুলিশ নারায়ণগঞ্জ অঞ্চল মোঃ দেলোয়ার হোসেন,মানব কল্যাণ পরিষদের চেয়ারম্যান এম এ মান্নান, বিসমিল্লাহ এন এম জুলফিকার ফাউন্ডেশনের সভাপতি ইন্জিনিয়ার মোঃ মোক্তার হোসেন,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর উপ- পরিচালক মোঃ ওসমান গনিসহ বিভিন্ন সাংবাদিকগণ।