বিশেষ প্রতিনিধ :
আজ শুক্রবার অক্টোবর ২০২৫, সকাল ১০টায় নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা সনমান্দী ইউনিয়ন ৭নং ওয়ার্ডে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় রাস্তার ধারে চারাগাছ রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃসাহিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসাইন
বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনে সাধারণ সম্পাদক রোমান,যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিফাত,সহ -সভাপতি হৃদয় সমাজ সেবা সম্পাদক সাইফুল কোশাধক্ষ রমজান, ফয়সাল,ফাহাদ সজিব,জোনায়েদ, সোহেলসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গসহ প্রমূখ..
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন—
“পরিবেশ রক্ষায় প্রত্যেকের সচেতনতা জরুরি। একটি চারাগাছ রোপণ মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি জীবন বাঁচানো। আমাদের সন্তানরা যদি ছোটবেলা থেকে গাছের গুরুত্ব বোঝে, তবে আগামীর বাংলাদেশ হবে সবুজ ও নিরাপদ।”
সভাপতি মোঃ সাহিন বলেন—
“জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা এখন বিশ্বব্যাপী আলোচিত। আমাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করতে হলে প্রত্যেক ব্যাক্তিকে অন্তত একটি গাছ লাগানোর অঙ্গীকার করতে হবে।”
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, চারাগাছ রোপণের পাশাপাশি এর সঠিক পরিচর্যা নিশ্চিত করতে হবে, যাতে প্রকৃতি আবারও তার নিজস্ব ভারসাম্য ফিরে পায়।
এসময় সকলের হাতে গাছের চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। উপস্থিত অতিথিরা জানান, এ উদ্যোগ আগামী প্রজন্মকে পরিবেশবান্ধব সমাজ গঠনে অনুপ্রেরণা যোগাবে।