নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে. ড্রাইভারকে হত্যা করে প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
তথ্য প্রযুক্তি মাধ্যমে এ ঘটনায় জড়িত ছিনতাইকারী কামরুলকে রবিবার রাতে নারায়ণগঞ্জের বন্দর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রাজধানী ঢাকার তেজগাঁও এলাকা থেকে অপর দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার সাত রাস্তা ভূমি ও জরিপ অধিদপ্তর এর পাশের পুরাতন বিল্ডিং সচিবদের গাড়ী পার্কিং এর গ্যারেজ থেকে ঢাকা-মেট্রো-প-২৫-৪৭৭১ প্রাইভেট কারটি উদ্ধার করা হয়।
ছিনতাইকারী মোঃ কামরুল বন্দর উপজেলার ধামঘর ইউনিয়নের নয়ামাটি এলাকার বাবুল মিয়ার ছেলে এবং ওমর হোসেন ওরফে বাবু গজারিয়া উপজেলার পোড়াচক বাউশিয়ার মনির হোসেনের ছেলে। অপর আসামি মুজাহিদুল ইসলাম কাউছার বেগমগঞ্জ উপজেলার মধুপুর এলাকার গোলাম মোহাম্মদের ছেলে।
গতকাল সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ছিনতাইকারীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ওসি মো: আব্দুল বারী। তিনি জানান, চালকের সাথে পাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য গত ২৫ অক্টোবর শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি এলাকা থেকে রক্তাক্ত অবস্থায় প্রাইভেট কারের চালক হানিফের লাশ উদ্ধার করে পুলিশ। ২৪ অক্টোবর রাতের কোন এক সময় চালক হানিফকে আসামীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তার প্রাইভেট কারটি ছিনতাই করে নিয়ে যায় ছিনতাইকারীরা। নিহত হানিফের বাড়ী লক্ষীপুর জেলায়।