নিজস্ব প্রতিবেদক
৫ ই নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ৭:০০ ঘটিকার সময় মেঘনা নিউটাউন মসজিদের পাশে গঙা নগর এলাকার বসবাসকারী ভাড়াটিয়া আাল আমিনের বাসার সোহাগ মিয়া( ২৪)পিতা মৃত নুরুল ইসলাম সাং হোসেনপুর থানা -সোনারগাঁও তার নিজ বাসায় কোমরের বেল্ট দিয়ে টিনশেড ঘরের আড়ার মধ্যে গলায় ফাঁস দিয়ে মৃত্যুবরণ করে ঝুলন্ত অবস্থায় রয়েছেন।
জানা যায়, তার স্ত্রী সাথী বেগম এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবন পরিচালনা করতেন আর সে সুবাদে তার স্বামী মোহাম্মদ সোহাগ মিয়া কোন কাজকর্ম না করে বাসায় বসে বিভিন্ন ভাবে নেশায় জড়িয়ে থাকতেন। তার বাসার টিনশেট ঘরের উপরের আড়ার মধ্যে তার নিজের কোমড়ের বেলট দিয়ে ফাঁসি দিয়ে ঝুলন্ত অবস্থায় থাকলে তার স্ত্রী ভিক্ষা করার জন্য বাজারে গেলে সেখান থেকে এসে দেখেন তার স্বামী ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় রয়েছে। তার স্ত্রীর ডাক -চিৎকারে আশেপাশের লোক জড়ো হলে, ফাঁসি দেওয়ার ঘটনা ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়।
এ বিষয়ে থানায় অভিহিত করলে সোনারগাঁ থানার (উপ -পুলিশ) পরিদর্শক মোহাম্মদ অলিয়ার রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।