নিজস্ব প্রতিবেদক।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রক্তিম শুভেচছা ও অভিনন্দন জানিয়ে কয়েক হাজার নেতাকর্মী নিয়ে আনন্দ মিছিল করেন সোনারগাঁও পৌরসভা যুবদল নেতা ওসমান গনি রিতু।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে (শুক্রবার ২২ নভেম্বর) সোনারগাঁও পৌর যুবদলের উদ্যোগে শান্তি সমাবেশ এর আয়োজন করা হয়। সরেজমিনে গিয়ে জানা যায় পৌর যুবদলের নেতা ওসমান গনি রিতু ও আল আমিন এর নেতৃত্বে কয়েক হাজার নেতাকর্মী এ আনন্দ মিছিল করেন। জাতীয়তাবাদী পৌর যুবদলের পক্ষ থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাজপথে এ মিছিলটি অনেক বড় মিছিল ছিলো এ মিছিলে বৃহত্তর পৌর যুবদলের কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হন। এ সময় তারা স্লোগানের স্লোগানে বলেন, কে বলেছে জিয়া নেই, জিয়া আছে সারা বাংলায়, আওয়ামী লীগের গুন্ডারা হুঁশিয়ার সাবধান! এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে। তারেক জিয়ার ভয় নেই রাজপথ ছাড়ি নাই, ছাত্রলীগের গুন্ডারা হুশিয়ার সাবধান এমন স্লোগানে স্লোগানে মাতিয়ে তুলেন ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রাজপথ। এ ছাড়াও সেখান থেকে মিছিল নিয়ে বের হয়ে তারা টিপরদী মূল মঞ্চে এসে উপস্থিত হন। জিয়া-খালেদা,তারেক-খালেদা, খালেদা-জিয়া এমন স্লোগান দিয়ে শান্তি পূর্ণভাবে মিছিল করে মুখরিত করে তোলেন পৌর এলাকার রাজপথ।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পৌর যুবদল নেতা ওসমান গনি রিতু, আল আমিন ইসলাম, জুয়েল,ইমরান,সজীব,জায়েদুল,মাসুম, খোকন, ফয়সালসহ প্রমুখ।