সামাজিক ও শিক্ষামূলক সংগঠন হেল্পিং হ্যান্ড এর উদ্যোগে আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি ২০২৪(২৭শে ডিসেম্বর রোজ শুক্রবার) জুম্মার নামাজের পরে কাইকারটেক কাজী এনামুল হক রবিন সাহেবের মোড়ে অনুষ্ঠিত হয়েছে।
কাজী রফিকুল ইসলাম মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন এর সার্বিক সহযোগিতায় এই শীত বস্ত্র বিতরণ করা হচ্ছে।
এ সময় কাজী এনামুল হক রবিনের মহতি উদ্যোগের প্রশংসা করে প্রধান অতিথি অধ্যাপক রেজাউল করিম বলেন,আপনারা সব সময় মানুষের কল্যাণে কাজ করে যাবেন, এতে আল্লাহ খুশি হন। আমাদের প্রত্যেকের উচিত এই ধরনের সামাজিক কাজ গুলি করে যাওয়া। আমরা গোপনে সামাজিক কাজগুলো করে যাচ্ছি, প্রকাশ্যে নয় । তিনি আরো বলেন, আমরা বিভিন্ন জায়গায় স্কুল কলেজ মাদ্রাসায় বিভিন্ন অনুদান দিয়েছি এবং কাজ করেছি। এভাবে যেন সামাজিক গুলি করে যেতে পারি। আপনারা আমাদের আমার জন্য দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
এ সময় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি কাইকারটেক নবাব সলিমুল্লাহ উচ্চ বিদ্যালয় ও কাফুরদী নাল আলাবদী মোহাম্মাদিয়া মাদ্রাসার সভাপতি কাজী এনামুল হক রবিন ও সোনারগাঁও পৌর বিএন পির যুব দলের সভাপতি ফারুক আহামেদ তপন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম মুকুল, সেলিম সরকার, বিএনপি নেতা মোহাম্মদ পনির হোসেন,
কাইকারটেক এলাকার ৩বারের নির্বাচিত মেম্বার থানা বিএন পির সভাপতি মোঃ মনজু মিয়া, বৈদ্য বাজার ইউনিয়ন বিএনপির যুবদলের সভাপতি নূরে ইয়াসিন নোবেলসহ কাইকারটেক এলাকার বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।