নিজস্ব প্রতিবেদক
২৬শে ফেব্রুয়ারি রোজ বুধবার সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায় অবস্থিত” প্রথম আলো “প্রেস এর কর্মকর্তাকে রাত ৯ ঘটিকার সময় অপহরণ করে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছেন সন্ত্রাসীরা।
জানা যায়, কাঁচপুর নয়মাটি এলাকায় অবস্থিত “প্রথম আলো “প্রেস এর এক কর্মকর্তা মোঃ ওমর ফারুক। তিনি প্রতিদিনের ন্যায় “প্রথম আলো” প্রেসে কাজ শেষে রাত ৯:৩০ঘটিকায় সময় কাঁচপুর বালুর মাঠ সংলগ্ন ভাড়া বাসায় অবস্থান করেন। তার স্থানীয় বাড়ি ময়মনসিংহ ত্রিশাল গড়পাড়া। তাকে বাসা থেকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তি তাকে তুলে নিয়ে যায়। এরপর রাত ১০:০০ ঘটিকার সময় মোঃ ওমর ফারুকের মোবাইল থেকে তার ভাই মোহাম্মদ ফরহাদ আলী এর কাছে মুক্তিপণ বাবদ এক লক্ষ টাকা দাবি করেন। সময় মত টাকা না পাঠালে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করেন। সারারাত অনেক খোঁজাখুঁজির পর তাকে কোথাও পাওয়া যায়নি। কিন্তু তারা মোবাইলে মুক্তিপণের টাকা দাবি করেই যাচ্ছেন এবং ওমর ফারুককে বিভিন্নভাবে নির্যাতন চালাচ্ছেন। এই অবস্থা শুনে তার স্ত্রী ওমর ফারুক এর মোবাইল নাম্বারে ২১ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠিয়ে অপহরণকারীদের শান্ত করেন।
রাত পোহালে তার ভাই মোঃ ফরহাদ আলী বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অপহরণকারীরা বারবার মোবাইলে ফোন করে টাকা চাওয়ায় তার স্ত্রী দিনের ১১ ঘটিকার সময় আরো ৩০ হাজার টাকা বিকাশের মাধ্যমে পাঠান। অবশেষে অপহরণকারীরা ওমর ফারুককে একটি সিএনজি করে অফিসের সামনে নামিয়ে দিয়ে যায়। ওমর ফারুক এখন অজ্ঞান অবস্থায় বাসায় দিন যাপন করছেন।