নিজস্ব প্রতিবেদন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি বাড়াতে মিড ডে মিল চালু করা হয়েছে। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমানের উদ্যোগে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে ৩০টি বিদ্যালয় এ মিড ডে মিল কার্যক্রম চালু করা হয়।
২৯শে এপ্রিল মঙ্গলবার দুপুরে ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি ভাবে প্রথম পর্যায়ে উপজেলার ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উপজেলার ৩০টি বিদ্যালয়ে মিড ডে মিল কার্যক্রমের উদ্বোধন করা হয়। সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করে এ কার্যক্রমের উদ্বোধন করেন।
সোনারগাঁও প্রাথমিক শিক্ষা অফিসার শফিকুল ইসল জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন উদ্যোগ প্রশংসনীয়। এতে শিক্ষার্থী ঝড়ে পড়ার হার হ্রাস পাবে এবং শিক্ষার্থীরা পড়াশোনায় মনোনিবেশ করার আগ্রহ প্রকাশ করবে।
সোনারগাঁও উপজেলা নির্বাহী অফিসার ফারজানা রহমান জানান, ১১৩টি প্রাথমিক বিদ্যালয়ে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছ। ১ম পর্যায়ে ৩০টি বিদ্যালয়ে এ আয়োজন করা হয়েছে। স্থানীয় সরকারের পাশাপাশি সমাজের বিত্তশালীদের সহায়তায় এ কার্যক্রমকে স্থায়ী রূপ দেয়া হবে। কোন শিক্ষার্থীকে যেন দুপুরে না খেয়ে থাকতে না হয় এবং ঝরে পড়া শিক্ষার্থীদের হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই মূল লক্ষ্য।ইউএনও আরো বলেন, প্রতিটি বিদ্যালয়কে দৃষ্টিনন্দন ও শিক্ষার্থীদের পড়ার জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য বিদ্যালয়ের আঙ্গিনায় ফুলের বাগান করার কার্যক্রম হাতে নিয়েছি। ইতোমধ্যেই ৩০টি বিদ্যালয়ে এ কার্যক্রম দৃশ্যমান। আর এ কার্যক্রম আমি নিজে থেকে উদ্বোধন করেছি।