নিজের সব প্রতিবেদক
৩০শে জুলাই রোজ বুধবার দুপুরে সোনারগাঁ পৌরসভার পানাম সিটি হাই স্কুলে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির উদ্যোগে ছাত্র-ছাত্রীদের মাঝে চারা গাছ বিতরণ করা হয়েছে।
সোনারগাঁও পৌরসভার ১নংওয়ার্ডের দুলালপুর এলাকায় অবস্থিত পানাম সিটি হাই স্কুলের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ঔষধি নানা ধরনের প্রায় একশত চারা গাছ তাদের বাড়ির আঙ্গিনায় ও আশেপাশে রোপন করার জন্য বিতরণ করা হয়েছে।
“বাঁচতে হলে জানতে হবে, বৃক্ষ কি উপকার করে “প্লাস্টিক কি ক্ষতি করে ” এই স্লোগানকে সামনে রেখে পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মোঃ হোসেন বলেন, ইতিহাস ঐতিহ্যে ঘেরা সোনারগাঁ একটি প্রাচীন নগরী। এই নগরীকে ভালো রাখতে হলে আমাদেরকে পরিবেশবান্ধব বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে হবে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাদেরকে পরিবেশ বান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে সবুজ গাছপালা ও অক্সিজেনের ঘাটতি পূরণে বৃক্ষরোপনের বিকল্প আর কিছু নেই। বর্তমানে গাছপালা কেটে ফেলার কারণে তাপমাত্রা অধিকার বেড়ে গিয়েছে। যার কারণে পৃথিবীতে বিভিন্ন ঘূর্ণিঝড় জলোশ্বাসের আবির্ভাব দেখা যাচ্ছে। আমাদের এখনই সময় কার্যকরী পদক্ষেপ নেওয়ার। তারই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় বৃক্ষ রোপনের কার্যক্রম শুরু হয়েছে। আপনি গাছ লাগান অন্যকে গাছ লাগানোর জন্য উৎসাহী করুন।
এ সময় শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মোহাম্মদ সালাউদ্দিন বলেন, গাছ আমাদের প্রকৃতিক সম্পদ এর যথাযথ ব্যবহার আমাদের কে করতে হবে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই। তোমরা সকলে বাড়ির আশেপাশে গাছ লাগানোর চেষ্টা করবে। আমরা বাড়িতে গিয়ে দেখবো কে কে গাছ রোপন করেছে। আমাদের পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম।
এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মিজানুর রহমান, পানাম সিটি হাই স্কুলের প্রিন্সিপাল মোহাম্মদ সালাউদ্দিন,প্রতিবন্ধী শিশু যুব কল্যাণ পরিষদের সভাপতি সরদার এম এ মইন, সাংবাদিক মোঃ মোক্তার হোসেন এবং স্কুলের বিভিন্ন শিক্ষক ও শিক্ষার্থীগণ।