নিজস্ব প্রতিবেদক :
১৮ই আগষ্ট রোজ সোমবার সকাল ৮ঘটিকার সময় বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নংওয়াডের হামছাদী গ্রামের গণি মেম্বারের বাড়ী হইতে আনন্দ বাজার সড়ক সংযোগ পর্যন্ত প্রায় ৫০০ফুট রাস্তার আর সিসি ঢালাইয়ের কাজের শুভ উদ্বোধন করেন ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।
সোনারগাঁও পৌরসভা হইতে হামছাদী গণি মেম্বারের বাড়ী পর্যন্ত যদিও রাস্তাটি পাকা করা ছিল।এতে জনগনের চলাচলে কোন প্রকার সমস্যা হয়নি। তার পরের রাস্তা ছিলো খুবই খারাপ।বর্ষা মৌসুমে বৃষ্টির কারনে বিভিন্ন জায়গায় গর্ত হয়ে চলাচলের জন্য অনুপযোগী হয়ে পড়েছিল । জনগনের দীর্ঘদিনের প্রত্যাশা এই রাস্তাটি যেন সংস্কার করা হয়। তাই এই ইউনিয়নের ভার প্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল -মামুন জনগণের চলাচলের সুবিধার জন্য এই রাস্তাটি আর সিসি ঢালাই দিয়ে সংস্কারে ওয়ার্ডের মেম্বার এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে নিয়ে এর শুভ উদ্বোধন করেন।
এই রাস্তার সংস্কারের জন্য এলাকাবাসী সকালে হাজী আব্দুল্লাহ আল মামুন ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
এ সময় বৈদ্যের বাজার ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মোল্লাবাড়ি এলাকার রশিদ মিয়ার বাড়ি হইতে হাজী নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত রাস্তা সংস্কারের প্রায় ২০০ ফিট রাস্তা ঢালাই এর ব্যবস্থা করেন এবং হামছাদি মোল্লাবাড়ি এলাকায় যে সব কাঁচা রাস্তার বিভিন্ন জায়গায় বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয়েছে সেগুলো মেরামতের জন্য ওয়ার্ড মেম্বার মোঃ দেলোয়ার হোসেনকে বলা হয়েছে। এভাবে অতি ভারী বৃষ্টির কারণে বৈদ্যের বাজার ইউনিয়নে যে সকল রাস্তা গুলো ভেঙে পড়েছে তা পূর্ণ সংস্কারের জন্য নিজস্ব অর্থায়নে ব্যবস্থা নিতেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।
এ সময় উপস্থিত ছিলেন বৈদ্যের বাজার ইউনিয়নের ৬নংওয়ার্ডের মেম্বার মোহাম্মদ দেলোয়ার হোসেন, সংরক্ষিত মহিলা আসনের মেম্বার মোছাম্মৎ নার্গিস আক্তার, মোঃ নজরুল ইসলাম, মোহাম্মদ শাহ আলম, মোঃ আফজাল, মোহাম্মদ সুমন মিয়া, মোঃ সজিব, মোঃ ফারুক মিয়া, মোঃ ফয়জুল হক, মোঃ তাহের আলী, মোঃ সগির মিয়াসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।