নিজস্ব প্রতিবেদক।
সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএস সি জিপিএ -৫ কৃতি শিক্ষার্থীদের মাঝে ২০২৫ সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৬ ই সেপ্টেম্বর রোজ শনিবার সকালে সোনারগাঁও রয়েল রিসোর্টে এই অনুষ্ঠানটি পরিচালিত হয়েছে।
এ সময় কমার্স ব্যাংকের নির্বাহী কমিটির পরিচালক মোঃ মহসিন মিয়ার সভাপতিত্বে সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মোহাম্মদ সাইফুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ, মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক নাইমা ইসলাম, বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা রহমান, সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজের সভাপতি মোঃ আক্তার হোসেন ও প্রিন্সিপাল মোঃ আমিনুল ইসলামসহ বিদ্যালয় বিভিন্ন শিক্ষকগণ ও বিভিন্ন শিক্ষার্থীবৃন্দ।
এ সময় বক্তারা সোনারগাঁয়ে গুণগতমান সম্পূর্ণ ও উন্নতমানের একটি বিদ্যালয়ের দাবি করে বলেন, সোনারগাঁয়ে গুণগত মান সম্পন্ন বিদ্যালয় না থাকায় এখানকার ছাত্রছাত্রীরা ঢাকা অভিমুখে যাত্রা করছেন। যার ফলে ছেলে মেয়েদের লেখাপড়া করতে অনেকাংশেই কষ্টদায়ক হয়ে পড়ে। সেই কথা চিন্তা করে সোনারগাঁয়ে আধুনিকায়ন ও গুণগতমান সম্পন্ন একটি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে যার নাম সোনারগাঁও ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ।
এসএসসি ও সমমানপরীক্ষায়জিপিএ -৫ প্রাপ্তকৃতিশিক্ষার্থীদেরসংবর্ধনায়উপদেষ্টাশারমিনএসমুর্শিদছাত্র-ছাত্রীদেরলেখাপড়ায়মনোযোগীহওয়ারউৎসাহপ্রদানকরেনএবংতারাযদিকোনসমস্যায়পড়েনতাহলেইতাৎক্ষণিকব্যবস্থানেওয়ারজন্য ১০৯ নাম্বারেকলকরেদ্রুতসেবাপাওয়ারকথাউল্লেখকরেন এবং সঠিক সময়ে আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন।