নিজস্ব প্রতিবেদকঃ
সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের বৃক্ষ বিতরণ কর্মসূচি। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপজেলার মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৪৫০টি চারা গাছ ছাত্র-ছাত্রীদের মাঝে বিতরণ করা হয়।
“একটি শিশু, একটি গাছ, একটি সবুজ পৃথিবী”—এই মহৎ প্রতিপাদ্যকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করে রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। জলবায়ু পরিবর্তনের ভয়াবহতা মোকাবিলা ও অক্সিজেন সংকট পূরণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে লন্ডন প্রবাসী প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. আতাউর রহমান দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির আয়োজন করেন। প্রবাসের মাটিতেও তিনি দেশ ও ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণে নিবেদিতপ্রাণ থেকে শিক্ষার্থীদের সবুজ পৃথিবী গড়ার অঙ্গীকারে গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনি। তিনি বলেন,
“রেনেসাঁ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন একটি সামাজিক সংগঠন হিসেবে ধারাবাহিকভাবে উন্নয়নমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। প্রবাসে থেকেও মো. আতাউর রহমান আমাদের জন্য যে কাজগুলো করছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। নারায়ণগঞ্জ বিএনপি ও সোনারগাঁ বিএনপির পক্ষ থেকে আমি তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সোনারগাঁ ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি বলেন,
“এই ফাউন্ডেশন ইতিপূর্বে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণসহ মাদকবিরোধী নানা কর্মসূচি আয়োজন করে সোনারগাঁয়ে ব্যাপক সাড়া ফেলেছে। নিঃসন্দেহে মো. আতাউর রহমান দেশের জন্য মূল্যবান কাজ করে যাচ্ছেন। আমি তার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
এ সময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহজালাল।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মশিউর রহমান শান্ত,মোগরাপারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মোহাম্মদ নুরুল আলম, মোগরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিতাই চন্দ্র বর্মন, সোনারগাঁ ছাত্রদলের সাবেক আহ্বায়ক জাকারিয়া ভূঁইয়া, সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফরহাদ শিকদার, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম,প্রতিবন্ধী শিশু ও যুব কল্যাণ পরিষদের সোনারগাঁ শাখার সভাপতি সরদার এম এ মইন, পরিবেশ রক্ষা ও উন্নয়ন সোসাইটির মহাসচিব মোহাম্মদ মিজানুর রহমান, সাংস্কৃতিক কর্মী এম এ হক, শিক্ষক মোহাম্মদ তাইজুল ইসলাম।
এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সবশেষে ছাত্র-ছাত্রীদের হাতে চারা ও চকলেট তুলে দিয়ে অতিথিরা তাদের উৎসাহিত করেন নিয়মিত গাছের যত্ন নেওয়ার জন্য। কর্মসূচিটি সোনারগাঁয়ে পরিবেশবান্ধব ভবিষ্যৎ গড়ার নতুন প্রত্যাশা জাগিয়ে তুলেছে।