নিজস্ব প্রতিবেদক :
সোনারগাঁয়ের বিভিন্ন জায়গায় সকাল ১১ ঘটিকা হইতে গ্যাস সংযোগ বন্ধ ছিল। যার কারণে বিভিন্ন এলাকার মা বোনেরা দুপুরের রান্নার জন্য পেরেশান হয়ে পড়ে। সোনারগাঁ পল্লী বিদ্যুৎ এলাকায় গ্যাস অফিসের সাব সেন্টার থেকে এই সংযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। চারদিকে রান্নাবান্নার কাজে সমস্যা হওয়ায় হতাশায় পড়ে এলাকাবাসী ছুটে এসেছেন পল্লী বিদ্যুৎ গ্যাসের সাব সেন্টার অফিসে। এখান থেকে কোন সমাধান না পেয়ে। দলে দলে লোকজন জড়ো হতে থাকে এবং বিক্ষোভ মিছিলের রূপ নেয়। এলাকাবাসীর চাপের মুখে পড়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে আসলে গ্যাস কর্তৃপক্ষের ঊর্ধোতন কর্মকর্তাদের মাধ্যমে ২ ঘন্টা সময় নেন। দুই ঘন্টা পরে গ্যাস সংযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ। এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের মাধ্যমে বিষয়টি জানিয়ে দেওয়া হয়। ২ ঘণ্টার মধ্যে গ্যাস সংযোগ না দিলে সোনারগাঁয়ের বিভিন্ন এলাকা হইতে সাধারণ জনগণ বৃহত্তর আন্দোলনের ডাক দিবে বলে জানিয়েছেন। কেন কি উদ্দেশ্যে সোনারগাও তিতাস গ্যাসের সাব -সেন্টার হইতে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে তা সঠিক করে কাউকে জানেনা হয়নি।