নিজস্ব প্রতিবেদক।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডে দীর্ঘদিনের ভোগান্তি শেষে শুরু হলো নতুন রাস্তার আরসিসি ঢালাই এর কাজ কাজ। ইউনিয়নের গুরুত্বপূর্ণ এলাকার মনার বাগ মেইনরোড থেকে হাজ্বী সিদ্দিকুর রহমান মেম্বারের বাড়ি পর্যন্ত রাস্তার আরসিসি নির্মাণ কাজের উদ্বোধন করেন বৈদ্যেরবাজার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন।
শুক্রবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য দেলোয়ার হোসেন বাবু (প্যানেল চেয়ারম্যান-২), সোনারগাঁ থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল, সোনারগাঁ থানা বিএনপি নেতা মোঃ সোহেল মিয়া, সাবেক মেম্বার আবুল হোসেন, চুন্নু মিয়া, মাসুম, সচিব সুমন হান্নান মিয়া প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এ রাস্তার বেহাল দশার কারণে এলাকাবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। বর্ষাকালে কাদা-পানি ও শুষ্ক মৌসুমে ধুলোবালিতে জনজীবন ছিল দুর্বিষহ। এলাকার জনসাধারণের দীর্ঘদিনের দাবি ও প্রয়োজনে এবার আরসিসি রাস্তার কাজ শুরু হলো।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বলেন, “মানুষের চলাচলের সুবিধা ও স্থানীয় উন্নয়নের স্বার্থে এ ধরনের অবকাঠামোগত উন্নয়ন কাজ পর্যায়ক্রমে সব ওয়ার্ডেই করা হবে। এলাকাবাসীর সহযোগিতায় বৈদ্যেরবাজার ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি।”
বৈদার বাজার ইউনিয়নের বিভিন্ন রাস্তার উন্নয়নে কাজ করে যাওয়ায় স্থানীয়রা জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ আল মামুন আমাদের ইউনিয়নের বিভিন্ন জায়গায় যেভাবে উন্নয়নের কাজ করে যাচ্ছেন তা খুবই প্রশংসনীয়। আমরা ওনার জন্য দোয়া করি। উনাকে যেন আল্লাহ তায়ালা সবসময় ভালো ও সুস্থ রাখেন।