নিজস্ব প্রতিবেদক।
২৭শে সেপ্টেম্বরে রোজ শনিবার সকাল ১২ঘটিকার সময় সোনারগাঁও উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সোনারগাঁও উপজেলা শাখার উদ্যোগে কর্মী সভার আয়োজন করা হয়েছে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীদের আহবায়ক ও যুগ্ন আহবায়কদের মাধ্যমে কমিটি গঠন করার লক্ষ্যে বিভিন্ন জায়গায় স্বেচ্ছাসেবক দলের কমিটি অনুমোদন করা হবে বলে জানিয়েছেন প্রধান অতিথি এম জি মাসুম রাসেল। এ সময় প্রধান অতিথি আরো বলেন , যারা জেল জুলুম অত্যাচারের শিকার হয়ে এখনো আমাদের সাথে টিকে রয়েছেন, তাদেরকে দল মূল্যায়ন করবে। আগামীতে তাদের নিয়েই একটি সুন্দর কমিটি গঠন করা হবে এবং সোনারগাঁও উপজেলায় তাদেরকে দায়িত্বভার দেওয়া হবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার ৩১ দফা বাস্তবায়নে আগামী দিনে স্বেচ্ছাসেবীরাই হবে শক্তিশালী হাতিয়ার।
এ সময় সোনারগাঁও উপজেলা আহ্বায়ক মোঃ সালাউদ্দিন সালুর সভাপতিত্বে ও সোনারগাঁও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টিম প্রধান ঢাকার রিজিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি এম জি মাসুম রাসেল,প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ অলিউল্লাহ চৌধুরী ফয়সাল , প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা,উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান মাহবুব, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ তথ্যও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ প্রকৌশলী গোলাম রহমান রাজীব, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম রফিকসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।